নভেম্বরে আসছে না শীত, করতে হবে ডিসেম্বর অবধি অপেক্ষা

দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়েছে বুলবুল। কিন্তু তার যে আমেজ রয়ে গিয়েছে, তা কি শীতের পূর্বাভাস? একেবারেই না। শীতের জন্য এখনও অপেক্ষা করতে হবে কয়েক দিন, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, ধীরে ধীরে কমবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। তবে শীতের আমেজ পুরোপুরি পেতে আরও কয়েকদিন শহরবাসীকে অপেক্ষা করতে হবে। যদিও এই আমেজ প্রতিবারের মত জেলাগুলিতে বেশি অনুভূত হবে বলে জানা গিয়েছে। দিনের বেলা শীতের আমেজ না থাকলেও উত্তুরে হাওয়ার জন্য বিকেলের দিকে তাপমাত্রা 20 ডিগ্রি নামলে শীত অনুভূত হতে পারে। তবে পাকাপাকি শীত মিলবে ডিসেম্বরের মাঝামাঝি থেকেই।

Previous articleপ্রয়াত প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন শেসন
Next articleশিবসেনা এখন শ্যাম রাখবে না কুল?