শিবসেনা এখন শ্যাম রাখবে না কুল?

বিজেপি নয়, মহারাষ্ট্র সরকার গঠন করার সম্ভাবনা শিবসেনা জোটের। কিন্তু সরকার গঠন নিয়ে নতুন সমস্যার মুখে পড়েছে তারা। কারণ, পাওয়ারের দল এনসিপি স্পষ্ট জানিয়ে দিয়েছে এনডিএ-র সঙ্গ না ছাড়লে, তাদের সঙ্গে জোট করে সরকার গড়বে না তারা। রবিবার, বিজেপি সরকার গঠন করবে না জানিয়ে দেওয়ার পরেই শিবসেনাকে সরকার গঠন করার জন্য আহ্বান জানান রাজ্যপাল। কিন্তু শিবসেনার যা আসন সংখ্যা তাতে, এনসিপি সমর্থন তাদের লাগবে। এবং তারপরেও কংগ্রেস বা অন্য দলের সমর্থন প্রয়োজন। কারণ এনসিপি 54 জন বিধায়কের সমর্থন পেলে মোট আসন সংখ্যা হবে 100। অন্য সমর্থন নিয়ে 145 দেখাতে হবে শিবসেনাকে। এই পরিস্থিতিতে এনসিপি যদি এনডিএ ছাড়ার শর্ত থেকে না সরে, তাহলে শিবসেনার ওপরেই নির্ভর করছে তারা শ্যাম রাখবে? না কুল রাখবে? সূত্রে খবর, সোমবার সকালেই দিল্লি উড়ে গিয়েছেন শিবসেনা নেতার। কারণ সেখানেই এখন রয়েছেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। তার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে মনে করা হচ্ছে।

Previous articleনভেম্বরে আসছে না শীত, করতে হবে ডিসেম্বর অবধি অপেক্ষা
Next articleশয্যাশায়ী অমিতাভ