২ দিন ধরে নিখোঁজ মালদা কৃষি দফতরের আধিকারিক

২ দিন ধরে নিখোঁজ মালদা কৃষি দফতরে আধিকারিক প্রদীপকুমার হাঁসদা। সোমবার সকাল থেকেই স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পারায় মঙ্গলবার মালদায় যান তাঁর স্ত্রী নিরুপমা হাঁসদা। গিয়ে দেখেন সরকারি আবাসনের ঘর খোলা। কিন্তু তাঁর ম্বামী সেখানে নেই। ইংরেজ বাজার থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন তিনি।

প্রায় ১৫ বছর ধরে মালদা কৃষি দফতরে কর্মরত প্রদীপকুমার হাঁসদা। তাঁর বাড়ি পুরুলিয়া কালীপুর গ্রামে। কর্মসূত্রে মালদার রামনগরে সরকারি আবাসনে থাকতেন প্রদীপ। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই তাঁর বদলি হয়ে গিয়েছে পুরুলিয়ায়। বৃহস্পতিবার, নতুন আধিকারিকের হাতে দায়িত্ব দিয়ে পুরুলিয়া চলে যাওয়ার কথা ছিল প্রদীপকুমার হাঁসদার। তার কয়েকদিন আগে রহস্যজনক ভাবে নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে খবর, আবাসনের ঘরে সব কিছু ঠিক রয়েছে। শুধু আধার কার্ড, ভোটার কার্ড ও মোবাইল ফোন নেই। আচমকা এক আধিকারিকের এভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনায় হতবাক সহকর্মীরাও।