মহারাষ্ট্র নিয়ে এবার সুপ্রিমকোর্টে যাচ্ছে শিবসেনা

মহারাষ্ট্রের সরকার গঠনের খেলা এবার যেতে চলেছে সুপ্রিম কোর্টের আঙ্গিনায়। এমনই ইঙ্গিত দিয়েছে শিবসেনা। সোমবার সন্ধ্যা 7.30-এর মধ্যে শিবসেনাকে সরকার গঠনের বিষয়ে চূড়ান্ত চিঠি দিতে বলেছিলেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। কিন্তু NCP ও কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কিছু সমস্যা থেকে যাওয়ায় রাজ্যপালের হাতে সেই চিঠি দিতে ব্যর্থ হয় শিবসেনা। চিঠি দিতে ব্যর্থ হয়ে সে সময় রাজ্যপালের থেকে দুই দিনের সময় চেয়েছিল শিবসেনা। কিন্তু সেই সময় দিতে নারাজ হন রাজ্যপাল। শিবসেনাকে ফিরিয়ে দিয়ে NCP-কে ডেকে পাঠান রাজ্যপাল। রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন উদ্ধব ঠাকরেরা। এই মামলা সত্যিই রুজু হলে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সিদ্ধান্তও পেছিয়ে যেতে পারে বলে আইনজ্ঞদের অভিমত।

আরও পড়ুন – আজ, মঙ্গলবার রাত সাড়ে ৮টা নিষ্ফলা পার হলেই মারাঠাভূমে রাষ্ট্রপতি শাসন !