আসিসির একদিনের ম্যাচের র্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে প্রথম স্থান ধরে রাখলেন বিরাট কোহলি আর বোলিংয়ে বুমরা। বিরাট পেয়েছেন ৮৯৫ পয়েন্ট, দ্বিতীয় স্থানে রোহিত শর্মা। তাঁর পয়েন্ট ৮৬৩। অর্থাৎ মাত্র ৩২ পয়েন্টের তফাৎ। দু’জনের লড়াই জমে উঠেছে। অন্যদিকে যশপ্রীত বুমরার পয়েন্ট ৭৯৭। ৭৪০ পয়েন্ট পেয়ে ট্রেন্ট বোল্ট দ্বিতীয় স্থানে। নজর কাড়া বিষয় হল, আফগানিস্তানের বোলার মুজিব উর রহমন তৃতীয় স্থানে রয়েছেন। বুমরা প্রায় এক মাসের বেশি মাঠের বাইরে থাকলেও তাঁকে এখনও কেউ ছুঁতে পারেননি।
