বুলবুল বিধ্বস্ত এলাকায় গিয়ে প্রাথমিকভাবে গো-ব্যাক ধ্বনি পেলেও কাকদ্বীপ এবং নামখানায় গেলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন। বহু মানুষের অভিযোগ তাদের কাছে সামগ্রী আসেনি, খাবার জিনিস আসেনি, আসেনি ত্রিপলও। আসেননি বিডিও বা সরকারি কোনও আধিকারিকও।এ ব্যাপারে অসহায় মানুষগুলি কেন্দ্রীয় মন্ত্রীকে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে বলেন অনুরোধ করেন। নামখানার পাঁচ মাইল পোস্ট অফিসের সামনে নিজেই গাড়ি চালিয়েছে থামেন বাবুল। কথা বলেন তাদের সঙ্গে। কাকদ্বীপেও যান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান প্রধানমন্ত্রীর দফতরকে তিনি পুরো পরিস্থিতির কথা জানাবেন। যত দ্রুত সম্ভব তাদের জন্য ত্রাণ সামগ্রী পাঠানোর চেষ্টা করবেন। রাজনীতি করব না বলেও বাবুল এলাকার মানুষকে জিজ্ঞাসা করেন তাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছেন কিনা। না পাওয়ার কথা জানাতেই তিনি বলেন, যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাটা মাঝপথে লুঠ না হতো এবং যদি সেই টাকা দিয়ে পাকা বাড়ি তৈরি করত, তাহলে ঝড়ে বাড়ির ছাউনি বা দেওয়াল ধসে পড়তো না। বাবুল আগামী দিনে ফের বুলবুল বিধ্বস্ত এলাকায় আসবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন-বিদ্রোহীদের দলে চায় বিজেপি, ইঙ্গিত ইয়েদুরাপ্পার
