RTI-এর আওতায় প্রধান বিচারপতির দফতর, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিস তথ্য জানার অধিকার (আরটিআই) আইনের আওতায় পড়বে। আজ, বুধবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই ঐতিহাসিক রায় দিয়েছে। এই সংক্রান্ত একটি মামলায় দিল্লি হাইকোর্ট ২০১০ সালে যুগান্তকারী রায় দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। এদিন দিল্লি হাইকোর্টের সেই রায়ই বহাল রাখল শীর্ষ আদালত।

তবে পাঁচ বিচারপতির সর্বসম্মতিতে এই রায় হয়নি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি জে খান্না, বিচারপতি দীপক গুপ্ত আরটিআইয়ের পক্ষে মত দেন। বিচারপতি রামান্না ও বিচারপতি চন্দ্রচূড় তাঁদের সঙ্গে একমত হননি। তবে সংখ্যাগরিষ্ঠতার বিচারে প্রধান বিচারপতির দফতরকে তথ্য জানার অধিকার আইনের আওতাভুক্ত করা শীর্ষক রায় দেয় শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ। যা একটা মাইল স্টোন হয়ে থাকবে।

Previous articleবিদ্রোহীদের দলে চায় বিজেপি, ইঙ্গিত ইয়েদুরাপ্পার
Next articleনামখানা-কাকদ্বীপে অভাব-অভিযোগের মাঝে বাবুল সুপ্রিয়