ম্যাক্সওয়েলের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন কোহলি

বিশ্রাম শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আগামিকাল, বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বিরাট নেতৃত্বাধীন ভারত। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্লেন ম্যাক্সওয়েল প্রসঙ্গে নিজের ইতিবাচক মনোভাব তুলে ধরলেন বিরাট।

গ্লেন ম্যাক্সওয়েল সম্প্রতি মানসিক অবসাদে ভুগছেন। তাই ক্রিকেট থেকে সাময়িক অবসর নিয়েছেন তিনি। যদিও ক্রিকেটমহলে এর জন্য তাকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এই তারকা ক্রিকেটারের পাশে দাঁড়ালেন ভারত অধিনায়ক।

বিরাট এ প্রসঙ্গে বলেন, ‘যে কারও সঙ্গে যে কোনও পেশায় এই ঘটনা ঘটতে পারে। আমি বলব, গ্লেন ম্যাক্সওয়েল যে সিদ্ধান্ত নিয়েছে, তা তাৎপর্যপূর্ণ। পারফরম্যান্স দিয়েও যদি সেটার ভাল ফল না পাওয়া যায়, তাহলে বারবার চেষ্টা করতে হবে। কিন্তু সেই চেষ্টা কোনওভাবেই যেন মানসিকভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। যদি এই অবসাদ আসে তাহলে হার না মেনে সাময়িকভাবে সেই কাজ থেকে সরে দাঁড়ানো উচিত। আর সেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে গ্লেন ম্যাক্সওয়েল। আমি ওর সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।’ এভাবেই ম্যাক্সওয়েলের পাশে দাঁড়ালেন ক্যাপ্টেন কোহলি।

Previous articleবাংলার মানুষ NRC বিরোধী, SUCI-এর ডেপুটেশনের পর কেন্দ্রকে জানানোর আশ্বাস রাজ্যপালের
Next articleটাকা নিয়ে সভাপতি নির্বাচনের অভিযোগে বিক্ষোভ বিজেপি-র মণ্ডল কমিটিতে