সারদা মামলায় অর্ণবকে ফের টানা জেরা

সারদা মামলায় ফের জেরা বিধাননগরের প্রাক্তন পুলিশ কর্তা অর্নব ঘোষকে। বৃহস্পতিবার সকাল থেকে টানা ২ ঘণ্টা জেরা করা হয় অর্ণব ঘোষকে। জিজ্ঞাসাবাদের মূল বিষয় ছিল সারদার মিডল্যান্ড পার্কের অফিস থেকে উধাও হয়ে যাওয়া লাল ডাইরি এবং কম্পিউটারের হার্ড ডিস্ক। এ ব্যাপারে মাস ৬ আগে অর্নব কে প্রথমবার জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি কিছু তথ্য দেন তদন্তকারী অফিসারদের। এরপর বাগুইয়াটি থানা থেকে শুরু করে বিধাননগর থানার অফিসারদেরও জেরা করা হয় যারা সারদা মামলার তদন্তে জড়িয়ে ছিলেন। মূলত প্রত্যেক অফিসারই জানিয়েছিলেন তাঁরা যা করেছেন তা সবই অর্ণব ঘোষের নির্দেশে করেছিলেন। এমনকী সারদা মামলায় অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ও জেরায় জানিয়েছিলেন মিডল্যান্ড পার্কের অফিস থেকে পেন ড্রাইভ এবং লাল ডাইরি বাজেয়াপ্ত করা হয়েছিল। এই নানা রকম বক্তব্য থেকে সূত্র খুঁজতেই অর্ণবকে জেরা করা হয়। ফের তাঁকে ডাকা হতে পারে।

আরও পড়ুন-বাংলাদেশি নাগরিকদের অপহরণ কাণ্ডে ধৃত ৩, তোলা হবে আদালতে

 

Previous article‘পাকা জামিন’ খারিজ টাওয়ার কর্তার, লক্ষ্য এবার রাজীব কুমারের মামলার দিকে
Next articleশিশুদিবসে গুগল ডুডলে হাঁটছে গাছ!