কেন্দ্রের আর্থিক বঞ্চনার কারণে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে অসুবিধায় পড়ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার, নবান্নে সব দফতরের কাজের পর্যালোচনায় বৈঠকের পরে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রীয় কর আদায়ের হার কমানোয় রাজ্য সরকার ক্ষতির সম্মুখীন হচ্ছে। চলতি আর্থিক বছরের অক্টোবর মাস পর্যন্ত এই খাতে ৬৪০ কোটি টাকা লোকসান হয়েছে। পাশাপাশি, কেন্দ্রের কাছে রাজ্যে ১৭ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এর জেরে ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর দাপটে ক্ষতিগ্রস্তদের সাহায্যে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, কেন্দ্রীয় সরকারের সাহায্যের আশ্বাসে তিনি আস্থা রাখছেন বলে জানিয়েছেন। কেন্দ্রীয় প্রতিনিধিদলকে রাজ্যে পরিদর্শনে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে ত্রাণ নিয়ে রাজনীতি না করার জন্য ফের আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করেন, কোনও কোনও রাজনৈতিক দল বিপদের সময় মানুষের পাশে না দাঁড়িয়ে, ভাঙচুরের রাজনীতি করে ফায়দা তোলার চেষ্টা করে।

আরও পড়ুন-“সিঙ্গুর-নন্দীগ্রামে থাকতে চাই”, ফের বিতর্কিত মন্তব্য ধনকড়ের
