কর্মজীবনের শেষ দিন কেমন কাটল প্রধান বিচারপতির?

কর্মজীবনের শেষদিনে কী করলেন বিচারপতি রঞ্জন গগৈ কী করলেন? অযোধ্যা মামলা থেকে রাফায়েল শবরীমালা মন্দির মামালার রায় নিয়ে দেশ জুড়ে আলোড়ন। সপ্তাহ জুড়ে সুপ্রিম কোর্ট ঘিরে আলোচনা। কিন্তু কর্মজীবনের শেষ দিন শুক্রবার কাটল বেশ শান্তিতেই। সোমবার, ১৮ নভেম্বর থেকে প্রধান বিচারপতির দায়িত্ব নিচ্ছেন বিচারপতি এস এ বোবদে। এদিন তাঁর সঙ্গে বসেই তালিকাভুক্ত দশটি মামলার নোটিশ জারি করলেন। সরকারিভাবে ১৭ নভেম্বর তাঁর কর্মজীবনের। শেষ দিন। দেখে নেওয়া যাক বিচারপতি রঞ্জন গগৈর কর্মপঞ্জি।

জন্ম : ১৯১৮, ৩ অক্টোবর

পড়াশোনা : দিল্লির সেন্ট স্টিফেন কলেজ ও দিল্লি বিশ্ববিদ্যালয়

১৯৭৮ : আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু

২০০১ : ২৮ ফেব্রুয়ারি গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি।

২০১০ : পাঞ্জাব-হরিয়ানা হাই কোর্টে স্থানান্তর।

২০১২ : পাঞ্জাব -হরিয়ানা হাই কোর্টের প্রধান বিচারপতি।

২০১২ : সুপ্রিম কোর্টের বিচারপতি

২০১৮ : ৩ অক্টোবর থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

২০১৯ : ১৮ অক্টোবর উত্তরসূরী শরদ অরবিন্দ বোবদেকে মনোনীত করার পর কেন্দ্রের কাছে প্রধান বিচারপতি হিসাবে তাঁর নাম সুপারিশ করে চিঠি।

Previous articleশবরীমালায় মহিলাদের নিরাপত্তা দিতে অপারগ সরকার
Next articleভাইফোঁটা নিয়েই মিউচুয়াল ডিভোর্স চেয়ে রত্নাকে হোয়াটসঅ্যাপ শোভনের