৩টে সেদ্ধ ডিম ১৬৭২ টাকা! পাঁচতারা হোটেলের বিলে ঝড় স্যোশাল মিডিয়ায়

জটায়ু হলে হয়তো জিজ্ঞাসা করতেন, “এগুলো কি ডাইনোসরের ডিম নাকি মশাই”? কারণ, তিনটে সেদ্ধ ডিমের দাম ১৬৭২ টাকা। নিতান্ত ডিম সেদ্ধ, তা দিয়ে তৈরি দারুন কোনও ডেলিকেসি নয়। আর তার দামই এমন আকাশছোঁয়া। এমনই অভিজ্ঞতা সম্মুখীন হয়েছেন সুরকার-গায়ক শেখর রবজিয়ানি। শুটিংয়ের কারণে আহমেদাবাদের হায়াত রিজেন্সিতে উঠেছিলেন তিনি। খেয়েছিলেন নিতান্তই সাদামাটা তিনটি ডিম সেদ্ধ। আর তার দাম দিতে গিয়ে চক্ষু চড়কগাছ শেখরের। কারণ তিনটি ডিমের দাম ১৩৫০ টাকা। ট্যাক্স সমেত সেটা দাঁড়ায় ১৬৭২ টাকায়। নিজের টুইটার হ্যান্ডেল বিলের ছবি পোস্ট করে শেখর লেখেন, আহা কী দামি খাবার! এরপরেই সোশ্যাল মিডিয়ায় কৌতুকের ঝড় ওঠে। ২২২ বার রিটুইট হয় তাঁর টুইট। কেউ আবার মজা করে জিজ্ঞাসা করেন, ডিমে সোনা আছে কি না?


অবশ্য এরকম অভিজ্ঞতা আগেও হয়েছিল আর এক বলিউড সেলেবের। চণ্ডীগড়ের ডব্লিউ বি ম্যারিয়ট হোটেলে শুটিংয়ের জন্য ছিলেন অভিনেতা রাহুল বোস। দুটো কলা খাওয়ার জন্য তাঁকে হোটেল কর্তৃপক্ষ বিল পাঠিয়েছিল ৪৪২ টাকার। দুটো কলার ছবির সঙ্গে বিলের ছবি টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন রাহুল। শেষমেষ হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করে চণ্ডীগড়ের আবগারি ও আয়কর বিভাগ। তবে তাতেও বিলাসবহুল হোটেলগুলি এই দামের তালিকায় রাশ টানা যায়নি। মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে এক চিত্রগ্রাহকের কাছে দু’টি সেদ্ধ ডিমের জন্যে ১৭০০ টাকা বিল ধরানো হয়। এরপরে সামনে এলো শেখরের এই ঘটনা। সাধারণত প্রাতঃরাশে পাউরুটি, ডিম, কলা গড়পড়তা ভারতীয়র পছন্দ। কিন্তু তাতেই যদি হাতে ছ্যাকা লাগে, তাহলে মধ্যাহ্নভোজের দিকে আর এগোনো যাবে কি?

Previous articleCBI ফের তলব করল রাজীব কুমারকে
Next articleমহারাষ্ট্রে কাল সরকার গঠনের দাবি করবে তিন দল, জানালেন পাওয়ার