মহারাষ্ট্রে কাল সরকার গঠনের দাবি করবে তিন দল, জানালেন পাওয়ার

রাষ্ট্রপতি শাসনের মধ্যেই সরকার গঠনের তুমুল তৎপরতা মহারাষ্ট্রে। বিধানসভা ভোটে সর্বাধিক আসন জেতা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনার সঙ্গে হাত মিলিয়েছে এনসিপি ও কংগ্রেসের জোট। আপাতত তিন দলের মধ্যে সমন্বয়ের কাজ করছেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। শুক্রবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পাওয়ার জানান, কাল শনিবার তাঁরা তিন দলের পক্ষ থেকে রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি জানাবেন। শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের মিলিত শক্তিতে তৈরি সরকার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবে।

Previous article৩টে সেদ্ধ ডিম ১৬৭২ টাকা! পাঁচতারা হোটেলের বিলে ঝড় স্যোশাল মিডিয়ায়
Next articleদখল রুখতে গিয়ে আক্রান্ত উপ-প্রধান ও কাউন্সিলর