বসিরহাটে কেন্দ্রের দল, কাল নবান্নে বৈঠক

0
4

বুলবুল বিধ্বস্ত বসিরহাটে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিন দলটি জড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় যায়। মানুষের সঙ্গে কথা বলে। জেলাশাসক, বিডিওদের সঙ্গে কথা বলে। ত্রাণ কতখানি এসেছে, কতখানি আসার কথা রয়েছে, তার হিসাব নেয়। আগামিকাল নবান্নে মুখ্যসচিবের সঙ্গে প্রতিনিধি দল বৈঠক করবে। বৈঠকে থাকবেন কৃষি সচিবও।