রানের পাহাড়ে পৌঁছে ডিক্লেয়ার ঘোষণা ভারতের, লড়ছে বাংলাদেশ

0
2

মায়াঙ্ক আগরওয়ালের দ্বিশতরানের ওপর ভর করে চালকের আসনে ভারত। প্রথম দিনের শুরুতে টস জিতে বাংলাদেশ ব্যাট করতে শুরু করলেও সেদিনের মধ্যগগনে এসেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ ব্যাটিং লাইনআপ। মাত্র দেড়শো রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রায় 500-র কাছাকাছি পৌঁছে গিয়েছে বিরাট শিবির। দ্বিতীয় দিন ছয় উইকেট হারিয়ে 493 রান করে টিম ইন্ডিয়া। আজ, তৃতীয় দিনের শুরুতেই ডিক্লেয়ার ঘোষণা করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ফলে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে বাংলাদেশ।

আর খেলতে নেমেই 14 রানে প্রথম উইকেট হারায় পদ্মা পাড়ের দেশ। উমেশ যাদবের বলে ক্লিন বোল্ড হয়ে মাত্র 6 রানে প্যাভিলিয়নে ফিরে যান ইমরুল কায়েস। ঠিক তার কিছুক্ষণ পরেই ইশান্ত শর্মার বলে বোল্ড হয়ে সেই ছয় রানে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। ফলে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভাঙাচোরা দেখাচ্ছে এই দলকে। এই মুহূর্তে বাংলাদেশের স্কোর দুই উইকেট হারিয়ে  22। পরবর্তীকালে কী হয়, সেটাই দেখার।