গোয়ায় ভেঙে পড়ল নৌসেনার মিগ ২৯-কে বিমান, বরাতজোরে রক্ষা দুই পাইলট

গোয়ার ডাবোলিনের নৌসেনা ঘাঁটিতে ঘটেছে বড় সড় দুর্ঘটনা। ওড়ার পরেই ভেঙে পড়েছে ভারতীয় নৌসেনার মিগ ২৯-কে ফাইটার বিমান। তবে বরাতজোরে প্রাণরক্ষা হয়েছে দুই পাইলটের।

নৌ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওড়ার পরই ওই ট্রেনার বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। শনিবার সকালে আইএনএস হংস থেকে বিমানটি আকাশে ওড়ে। তার পরেই বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে নিরাপদে ইজেক্ট করে বেরিয়ে আসতে পেরেছেন ক্যাপ্টেন এম শেখান্দা ও ক্যাপ্টেন দীপক যাদব।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ওড়ার পরই বিমানের ডানদিকের ইঞ্জিনে ধাক্কা মারে একটি পাখি। তার পরেই সেটি ভেঙে পড়ে। তবে কোনও জনবহুল এলাকায় সেটি ভেঙে পড়েনি। ফলে বড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।