লিটল ম্যাগাজিন মেলা এবারও ফিরছে না নন্দন চত্বরে

এবারও লিটল ম্যাগাজিন মেলা ফিরল না নন্দন চত্বরে। দু’বছর আগে স্থানান্তর হয়েছিল রবীন্দ্র ওকাকুরা ভবনে। সেখানেই আগামী বছর à§§à§§-à§§à§« জানুয়ারি চলবে এই মেলা। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের এই মেলায় প্রত্যেকবারই নবীন সাহিত্যিকদের ভিড় থাকে দেখার মতো। এবারও সেরা লেখক ও সেরা ম্যাগাজিনকে পুরস্কৃত করা হবে। থাকছে সদ্য প্রয়াত নবনীতা দেব সেনকে নিয়ে অনুষ্ঠানও। শুক্রবার আয়োজকরা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, যারা অংশ নিতে আগ্রহী তাঁরা তাঁদের দু’টি সংখ্যা সহ আবেদনপত্র ৭ডিসেম্বরের মধ্যে জমা দেবেন। আর যারা পুরস্কারের জন্য প্রতিযোগিতায় অংশ নিতে চান, সেই সব পত্রিকার সম্পাদকের স্বাক্ষর করা এ বছরের সবক’টি সংখ্যার পত্রিকা বাংলা আকাদেমিতে জমা দিতে হবে। এ বছরও থাকছে কবিতাপাঠ, গল্পপাঠ, আলোচনা ও গানের নানা অনুষ্ঠান।