২০০০ কিলোমিটার দূরে টার্গেট হানায় সক্ষম অগ্নি-২ মিসাইল পরীক্ষা

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 2 উৎক্ষেপন করল ভারত। শনিবার রাতে ওড়িশা উপকূলের আব্দুল কালাম স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডে এই পরীক্ষাটি চালানো হয়। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর তৈরি মিসাইলটি ইতিমধ্যে সেনাবাহিনীর হাতে চলে এসেছে।

কতখানি শক্তিধর এই মিসাইল? অগ্নি-২ মিসাইলটি দু’হাজার কিলোমিটার দূরে অবস্থিত যে কোনও লক্ষ্য বস্তুর উপর হামলা চালাতে পারে, এবং একইসঙ্গে এটি এক হাজার কিলোর লোড নিতে সক্ষম। গত বছর অগ্নি মিসাইলের আর একটি সংস্করণ-এর উৎক্ষেপণ করেছিল ভারত। চলতি মাসে আরও দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করবে ভারত। সেগুলি হল সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী। দুটির পরীক্ষাই হবে ওড়িশার চাঁদপুরে।

Previous articleদাদা মুকেশ উঠছেন শিখরে, ভাই অনিলের লোকসান নিয়ে পদত্যাগ
Next articleপ্রবল গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে খড়গপুর হাতছাড়া হলে দিলীপ ঘোষের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে