দিলীপ ঘোষের পর এবার বাবুল সুপ্রিয়। এবার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় মন্ত্রীর হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রী আপনি ভাষা আর কাজে মাত্রা ছাড়াবেন না। মালদহের কালিয়াগঞ্জে নির্বাচনী প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী।

রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব এখন প্রত্যেক দিনের ঘটনা। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাবুল বলেন, রাজ্যপাল একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। দৃঢ়তার সঙ্গে কাজ করছেন। রাজ্য তাঁর কাজে নানাভাবে বাধা দিচ্ছে। মুখ্যমন্ত্রী যেন মনে রাখেন রাজ্যের মানুষ তাঁকে ক্ষমতায় এনেছেন। নিজের কাজ আর কথার মাত্রা রাখতে না পারলে মানুষ তাঁকে সরিয়েও দেবেন।
