রবিবার আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ‘কোলকাতা কার্নিভাল’-এর উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রেট্রো কলকাতার উদ্যোগে নিউটাউনের নজরুল তীর্থে এই অনুষ্ঠান হয়। রাজ্যপালকে সংবর্ধিত করেন শিল্পীরা। গ্রামীণ বাংলার শিল্পীদের হস্তশিল্প মেলা, ছবির প্রদর্শনী সস্ত্রীক ঘুরে দেখেন রাজ্যপাল। অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা, অভিনেতা সন্দীপ দে, ডিজাইনার জন সেনগুপ্ত, ইরানের চিত্রসাংবাদিক আইতাই শাকিবাফর, ফিনল্যান্ডের নৌসের বায়াত সহ অবন্তীপুর ওম ফাউন্ডেশনের শিল্পীরা।
