পরপর তিনবার গালাগালি দিয়ে টেস্ট থেকে ছাঁটাই অজি পেসার

অভিযোগ মাঠের মধ্যে গালাগালি দেওয়া। তার জেরে টেস্ট দল থেকে ছেঁটে ফেলা হল অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসনকে। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে সম্ভবত এই ধরণের ঘটনা প্রথম। বৃহস্পতিবার থেকে ব্রিসবেনে শুরু হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। সেই টেস্টে খেলার কথা ছিল প্যাটিনসনের। বাদ পড়ায় তাঁর জায়গায় খেলবেন মিচেল স্টার্ক।

কী হয়েছিল ঘটনা? ভিক্টোরিয়ার খেলোয়াড় প্যাটিনসন খেলছিলেন শেফিল্ড শিল্ডের ম্যাচ। খেলা ছিল ক্যুইন্সল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচটি হেরে যায় ভিক্টোরিয়া। রাগে তিনি গালাগালি দেন মাঠের মধ্যে। মাঠেই তাঁকে সতর্ক করা হয়। তবে এই প্রথম নয়, এই বছরে এই ঘটনা তিনি ঘটালেন এই নিয়ে তিনবার। আইসিসির নিয়ম অনুযায়ী প্রথম শ্রেণির ম্যাচে মাঠের মধ্যে অশালীন আচরণ তিনবার হলে তাঁকে একটি ম্যাচে নির্বাসিত করা হয়। প্যাটিনসনের আগামী ম্যাচ ছিল পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট, তাই প্রথম টেস্ট খেলা হবে না। ঘটনার পর প্যাটিনসন বলেন, আমি ভুল করেছি, ক্ষমাও চেয়েছি। যা শাস্তি দেওয়া হবে মাথা পেতে নেব।