Sunday, August 24, 2025

হাতে হাতে স্মার্টফোন। সেখানে অহরহ উঠছে ফোটো, ভিডিও। আর তার ঝোঁকে কি হারিয়ে যাচ্ছে মানবিকতা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে অন্তত এটাই মনে করছেন নেটিজেনরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক বন্ধু জলে ডুবে এক যুবক। তা দেখে ভিডিওয় ছবি তোলা হচ্ছে, কিন্তু সাহায্যের জন্য কেউ এগিয়ে আসছে না। কর্নাটকের এমন একটি ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে দেশ জুড়ে। ওই যুবকের জলে ডুবে মৃত্যু হয়েছে। পুলিশ সুত্রের খবর, ওই যুবকের নাম জাফর আয়ুব। যুবকের বাড়ি কালাবুরাগি মিজগুরি এলাকায়। শুক্রবার ঘটনাটি ঘটে। তবে ভিডিওটি প্রকাশে আসে রবিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কর্নাটকের কালাবুরাগি ওই এলাকার জলাশয়ে ওই যুবক ও তাঁর বেশ কয়েকজন বন্ধু মিলে স্নান করতে গিয়েছিলেন। এক চটি পাথরের খাদানের মধ্যে রয়েছে জলাশয়টি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক ঝাঁপ দিয়ে সাঁতার কেটে উঠে আসছেন। এরপর আরও একজন যুবক ঝাঁপ দেন। কিছুটা গিয়ে সাঁতার কাটতে পারছেন না তিনি। পাড়ে আসতে আসতে ডুবে যাচ্ছেন তিনি। সেই সময়ে তাঁকে দেখেও কেউ বাঁচাতে আসছে না। নিজেকে বাঁচাতে অন্য বন্ধুদের দিকে হাত বাড়ানোও, কেউ সাহায্যের হাত বাড়ায়নি। সূত্রের খবর, ওই যুবক ভালো সাঁতার কাটতে জানতেন না। সে কারণে কিছুটা যেতে গিয়ে দম ফুরিয়ে যায়। কিন্তু ওই যুবক যে সাহায্য চাইছে তা বুঝতে পারেননি পাড়ে থাকা তাঁর বন্ধুরা। উল্টে ভিডিও তুলতে ব্যস্ত থাকেন তাঁরা। আর এতেই বিপত্তি হয়। জলে ডুবে মৃত্যু হয় জাফর আয়ুবের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


আরও পড়ুন – পড়শি যুবকের সঙ্গে সম্পর্ক মেয়ের, মানতে না পেরে মেয়েকে নলি কেটে খুন করল বাবা

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version