সাংসদ ও নায়িকা নুসরত জাহান গুরুতর অসুস্থ। হাসপাতালে। পারিবারিক একটি সূত্র বলছে, ঠান্ডা লেগে জ্বর হয়েছে। আরেকটি সূত্র বলছে বেশ কিছু ঘুমের ওষুধ খেয়ে বিপদ বাড়িয়েছেন নুসরত। এটি ভুল করে নাকি স্বেচ্ছায়; তা জানা যাচ্ছে না। দলের এখনও মুখে কুলুপ। সোশ্যাল মিডিয়ায় দাম্পত্য কলহ থেকে নানা কথা রটছে। এসবের বিশ্বাসযোগ্যতা অবশ্য অধিকাংশ ক্ষেত্রেই শূন্য। নুসরতকে কিছুদিন কোথাও দেখা যায় নি। তাঁর কেন্দ্রে ‘বুলবুল’ গেলেও তিনি যান নি। লোকসভার অধিবেশনেও তিনি নেই। তার মধ্যে এই খবর। অবশ্য কেউ কেউ বলছেন তারকা তো, কিছু হলেই রটনা সব কল্পনায় চলে যায়। অন্যশিবিরের কথায়, যা রটে তার কিছু তো ঘটে !

আরও পড়ুন-শীতকালীন অধিবেশন সুস্থ ভাবে চলতে দেওয়ার আর্জি মোদির
