Sunday, November 16, 2025

গড়পড়তা ভারতীয়দের মদ্যপানের হার নাকি কিঞ্চিত বেড়েছে। এদিকে, দেশের মধ্যে কয়েকটি রাজ্যে আবার মদ নিষিদ্ধ। সে যাই হোক, প্রতিদিনই এক বোতল করে স্কচ লাগে হরিয়ানার সলমনের। তবে তারও একটা রুটিন আছে। এক এক বারে এক এক ব্র্যান্ডের স্কচ; খাঁটি বিলিতি। কিন্তু রোজ নয়, মঙ্গলবার তার ড্রাই ডে। সেদিন সে মদ ছোঁয় না। এহেন সলমনকে নিয়ে বেজায় গর্ব তার মালিকের। হ্যাঁ, সলমনের মালিক আছে। কারণ সে হল একটি বিশালাকায় মোষ। তার পিছনে এত খরচ করেন কেন তার মালিক রাম নরেশ বেনিওয়াল? তার কিন্তু একটা বড় কারণ আছে। 6 ফুট লম্বা, 1 টন ওজনের সলমন যে কোন পশু মেলায় বা প্রতিযোগিতায় গেলে পুরস্কার জেতে। শুধু তাই নয়, প্রতি সপ্তাহে তার শুক্রাণু বেচে বছরে প্রায় 1 কোটি টাকা রোজগার করেন রাম নরেশ। সেই কারণেই তাকে দারুন খাতির যত্ন করেন তার মালিক।

এহেন সলমনকে নিয়ে তিনি হাজির হয়েছিলেন পুষ্করের পশুমেলায়। সেখানে তাকে দেখে সবাই তাজ্জব। এক বিদেশি তো কেনার জন্যে বায়না ধরেন। দাম হাঁকেন 31 কোটি টাকা। কিন্তু সলমন তাঁর ছেলে। তাকে বেচতে মোটেই রাজি নন তার মালিক। সেই কারণে পুষ্কর থেকে দিব্যি পালক পিতার হাত ধরে ঘরে ফিরেছে সলমন।
চলছে তার রুটিন মদ্যপানও। তবে মদ খেয়ে মাতলামো করার রেকর্ড কিন্তু সলমনের নেই। আর এত মদ্যপানে লিভারটা তো খারাপ হতে পারে। তাই সেটা ঠিক রাখতে গাজর, আপেল, দুধ খায় সলমন। আর সঙ্গে গোচারা তো আছেই। একা সলমন নয়, এই প্রজাতির আরও 17টি মোষ রয়েছে রাম নরেশের গোশালায়। তবে তাদের মধ্যে সেরা সলমন নাই বা হল খান।

Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...
Exit mobile version