বিগত কিছুদিন ধরে চরম পর্যায়ে পৌঁছেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। সোমবার সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে সরব হল তৃণমূল। রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় কোনও রাখঢাক না রেখেই রাজ্যপাল রাজনীতি করছেন বলে অভিযোগ করেন। রাজনীতি করলে রাজ্যপালকে রাজভবন ছাড়া উচিত বলেও মন্তব্য করেন তৃণমূলের রাজ্যসভার এই সাংসদ।

সোমবার অধিবেশনের প্রথম দিনেই রাজ্যপালের বিষয়টি প্রথম তোলেন সাংসদ সুখেন্দুশেখর রায়। এদিন তিনি বলেন, ‘আমাদের রাজ্যের রাজ্যপাল সরাসরি রাজনীতি করছেন। কেন্দ্রের হয়ে কাজ করছেন। রাজনীতি চাইলে তিনি করতেই পারেন। তবে রাজ্যপাল আপনি যদি রাজনীতি করেন তবে রাজভবন ছাড়ুুন।’ অধিবেশনের পরেই সাংবাদিক সম্মেলনে তৃণমূলকে পাল্টা জবাব দেন রাজ্যপাল। তিনি বলেন, ‘সংবিধানই আমাকে কেন্দ্রের এজেন্ট হিসাবে কাজ করার এক্তিয়ার দিয়েছে।’

শাসকদল রাজ্যপালের বিরুদ্ধে ক্ষুব্ধ হলেও এই বিষয়ে রাজ্যপালের পাশে দাঁড়িয়েছে রাজ্য বিজেপি। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘রাজ্যপাল এই বিষয়গুলি খতিয়ে দেখলে যদি অপ্রিয় সত্য সামনে চলে আসে। তাই ভয় পাচ্ছে তৃণমূল। রাজ্য বিজেপি রাজ্যপালের কাজকে সমর্থন জানাচ্ছে।’
