‘রাম’ লেখা কাচুলি পরে বিতর্কে বাণী

‘রাম’ লেখা কাচুলি পরে বিতর্কে বাণী কাপুর। দেশ জুড়ে যখন রাম নাম নিয়ে জোর বিতর্ক চলছে। ঠিক সেই সময় কচুলিতে ‘রাম’ লেখা পোশাক পরে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে বিতর্কে জড়ালেন এই অভিনেত্রী। কয়েকদিন আগে তিনি তাঁর ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় তাঁর এই ছোট পোশাকে অসংখ্য বার ‘রাম’ শব্দটি লেখা রয়েছে। মূহূর্তে ভাইরাল হয় সেই ছবি। শুরু হয় ট্রোল। ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে উল্লেখ করে অনেকে তাঁর গ্রেফতারির দাবিও জানান। যদিও এবিষয়ে অভিনেত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

খোলামেলা পোশাকের স্বাচ্ছন্দ্যে বলিউডের এই অভিনেত্রী ইতিমধ্যেই একাধিক ছবিতে অভিনয় করেছেন। এবং সারাও ফেলেছেন। বিতর্ক এই অভিনেত্রীর ক্ষেত্রে নতুন কিছু নয়। এখন দেখার নতুন এই পোশাক বিতর্ক তাঁর ক্যারিয়ারে নতুন কোন মোড় আনে।