শিশু বদল! তোলপাড় মেডিক্যালে কমিটি, প্রয়োজনে ডিএনএ টেস্ট

বাম আমলের অভিযোগ ফের ফিরে এল কলকাতায়। শিশু বদলের অভিযোগ। অভিযোগ ডানকুনির বাসিন্দা রীতা দেবনাথের। তাঁর অভিযোগ, পুত্র সন্তান হয়েছিল, কিন্তু দেওয়া হয়েছে কন্যা সন্তান। ঘটনা কলকাতা মেডিক্যাল কলেজে। শুরু হয়েছে সমালোচনার ঝড়। বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ চারজনেত কমিটিও করেছে। যদিও রীতার পারিবারিক পরিস্থিতি অন্য কথা বলছে।

গতকাল দুপুরে কলকাতা মেডিল্যাল কলেজ হাসপাতালের ইডেন বিল্ডিংয়ে কন্যা সন্তানের জন্মদেন রীতা। নিয়ম মেনে তাঁকে ও তাঁর পরিবারকে সন্তান দেখানো হয়। এর কিছুক্ষণ পরেই রীতা চিৎকার শুরু করে দেন। দাবি করেন তাঁর পুত্র হয়েছে। রীতার দুটি কন্যা সন্তান রয়েছে ৯ বছর ও ৫ বছরের। হাসপাতালের একটি সূত্র বলছে, ফের মেয়ে হওয়ায় হতাশ ছিলেন রীতা। সঙ্গে ছিল নাকি পারিবারিক চাপও। সে কথা পরিবারও স্বীকার করেছে। সেই কারণেই কন্যা সন্তান নিতে অস্বীকার! তদন্ত হলেই পরিস্কার হবে, প্রয়োজনে ডিএনএ টেস্টও হবে।

আরও পড়ুন-সিপিএম নেতা প্রাক্তন বিধায়ক রবীন দেব গুরুতর অসুস্থ

 

Previous articleসিয়াচেনে তুষারধসে মৃত্যু ৪ জওয়ান সহ ৬ জনের
Next articleমৃত্যু হল গুলিবিদ্ধ বাইক চালকের