Tuesday, December 9, 2025

নেতা থেকে অভিনেতা, এবার শিশুদের সঙ্গে মঞ্চ মাতাবেন মদন

Date:

Share post:

দেব-মিমি-নুসরাতরা অভিনয়ের মঞ্চ থেকে পা রেখেছেন রাজনীতির রঙ্গ মঞ্চে, অর্থাৎ অভিনেতা-অভিনেত্রী থেকে এরা নেতা-নেত্রী হয়েছেন। এবার রাজনীতি থেকে অভিনয়ের মঞ্চে যাচ্ছেন তৃণমূল নেতা মদন মিত্র। অর্থাৎ, তিনি এবার নেতা থেকে অভিনেতার তালিকায় নাম লেখাতে চলেছেন।

শিশুদের নিয়ে এবার নাট্য উৎসবের আয়োজন করতে চলেছেন মদন মিত্র। শুধু আয়োজনই নয়, সেখানে তিনি অভিনয়ও করবেন। সম্প্রতি প্রত্যক্ষ রাজনীতি একটু দূরে থাকলেও নানা সামাজিক অনুষ্ঠানে মদন মিত্রকে দেখা যায়। পুজো, রক্তদান থেকে শুরু করে এবার শিশু-কিশোরদের নিয়ে আসরে নামতে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর সল্টলেকের পূর্বশ্রী মঞ্চে বিশ্ব নাট্য উৎসব অনুষ্ঠিত হবে। তার আনুষ্ঠানিক ঘোষণা করেন উৎসব কমিটির চেয়ারম্যান মদন মিত্র। উৎসবের পোস্টার উদ্বোধন করেন নাট্য পরিচালক তথা অভিনেতা গৌতম হালদার। উৎসবের ওয়েবসাইট উদ্বোধন করেন সঙ্গীতশিল্পী প্রীতি ভট্টাচার্য। ‘এসো নাটক শিখি’, দেশপ্রিয় ক্লাব সংহতির সহযোগিতায় এই উৎসব আয়োজিত হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর সমস্ত কর্মকাণ্ডের অনুপ্রেরণা। শিশু নাট্য উৎসবের ঘোষণা করে এমনই দাবি করলেন মদন মিত্র। তিনি জানান, মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্পের স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক মঞ্চে। এই বিশ্ব শিশু নাট্য উৎসবের মূল বিষয়বস্তু কন্যাশ্রী। শুধু উৎসবের আয়োজনেই তাঁর ভূমিকা থেমে নেই। তিনি কন্যাশ্রী নিয়ে একটি নাটকে শিশুদের সঙ্গে অভিনয়ও করবেন বলে জানিয়েছেন।

ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, হংকং, অস্ট্রিয়া, রাশিয়া, ইরানের নাট্য প্রয়াজক সংস্থা এই উৎসবে অংশ নেবে বলে জানানো হয়েছে। আগামী ১০ তারিখ সকালে নাট্যকর্মীদের পদযাত্রা হবে সল্টলেকে। পদযাত্রা শেষে পূর্বশ্রীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে বিশ্ব শিশু-নাট্য উৎসবের।

আরও পড়ুন-রাজ্য সরকারের সংবিধান দিবস পালন উপলক্ষে যা বললেন পার্থ

 

spot_img

Related articles

গোয়ায় নাইট ক্লাব বিস্ফোরণে প্রাণ গেল বাগডোগরার যুবকের! তদন্তের দাবি পরিবারের

গোয়ায় নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া...

ঘাড় ধাক্কা দিয়ে রাজন্যা-প্রান্তিককে পথে বসিয়ে দিল বিজেপি

তৃণমুলের বাতিল ছাঁট যুগলকে নিচ্ছে না বিজেপি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সুনজরে পড়ায় ২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার...

‘রুশা’ প্রকল্পের টাকা নিয়ে সুকান্তর মিথ্যাচার: ‘ভিত্তিহীন’ বলে ওড়ালেন ব্রাত্য

রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা 'রুশা' খাতে কেন্দ্র টাকা দিলেও রাজ্যের গাফিলতিতে নাকি এই টাকা ব্যবহার করা যাচ্ছে...

মন্দিরেই সফরের সূচনা, মদনমোহন দর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কোচবিহারে দু’দিনের সফরে এসে প্রথম দিনেই মদনমোহন ঠাকুরের দর্শনে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে এই মন্দিরের...