Sunday, November 16, 2025

মার্শালদের পোশাক বদলে তীব্র সমালোচনায় বেঙ্কাইয়া বললেন ফের বিবেচনা

Date:

সংসদে মার্শাল দের পোশাক বদলে দেশজুড়ে সমালোচনার ঝড়। দেশের আদি-অকৃত্রিম পোশাকবিধি পাল্টে একেবারে সেনার পোশাক মার্শালদের গায়ে তুলে দেওয়ায় সমালোচনার ঝড় রাজনীতিকদের মধ্যেও। প্রবল চাপে পড়ে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বলেছেন পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

রাজ্যসভার চেয়ারম্যান-এর দু’পাশে দু’জন মার্শাল দাঁড়িয়ে থাকেন। তাঁদের গায়ে গত লোকসভা অধিবেশনের সময়েও ছিল গলাবন্ধ পোশাক, মাথায় পাগড়ি। তার বদলে এখন পোশাকের রঙ হয়েছে নীল, মাথায় পিকক্যাপ আর কাঁধে সোনালি টাসেল।

এ প্রসঙ্গে ভেঙ্কাইয়া নাইডু বলেন, বেশ কিছুদিন ধরে এ নিয়ে বিচার-বিশ্লেষণ করার পরেই পোশাক বিধি চালু করেছে রাজ্যসভার সচিবালয়। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে মতামত নেওয়া হয়েছে। ফের আমরা প্রয়োজনে নতুন করে কথা বলব। পোশাকবিধি নিয়ে সোমবার প্রথম প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। তার প্রশ্ন ছিল, রাজ্যসভায় কি মার্শাল আইন জারি হয়েছে? প্রত্যুত্তরে বেঙ্কাইয়া বলেন, গুরুত্বপূর্ণ সময়ে এমন অপ্রাসঙ্গিক কথা বলছেন কেন? শুধু সাংসদ নন, প্রাক্তন সেনাপ্রধান বেদ মালিক সমালোচনা করে বলেন, এটা বেআইনি ও নিরাপত্তার পক্ষে সমস্যাজনক। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ করা উচিত। সচিবালয় সূত্রে বক্তব্য, সাংসদদের যাঁরা সহায়তা করেন তাঁদের সঙ্গে মার্শালদের পোশাকের পার্থক্য না থাকাতেই এই নতুন পোশাকবিধি চালু করা হয়। পোশাক রাজ্যসভারই তৈরি। যেহেতু রাজ্যসভার এটি ২৫০তম অধিবেশন, তাই মার্শালদের পোশাক বদলে সরকার চমক দিতে গিয়ে এখন সমালোচনার মুখে।

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version