নেট দুনিয়ায় পাকিস্তানের হ্যাকার, সতর্ক সিআইডি

নেট দুনিয়ায় এবার অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানের হ্যাকাররা। তারা ভারতীয় নম্বরে ফোন করছে। ফোন করে গ্রাহকদের তথ্য হাতিয়ে নেওয়াই এদের কাজ। এই বিষয়ে সতর্ক করলো সিআইডি। চালু করেছে হেল্পলাইন নম্বর।
+৯২ দিয়ে শুরু হচ্ছে এই নম্বর। এই নম্বর থেকে ফোন আসছে ভারতীয়দের ফোনে। এরপর হাতিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন তথ্য। ফোনের মাধ্যমেই ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ভাইরাস। এই সংক্রান্ত বহু অভিযোগ জমা পড়েছে সিআইডি-র কাছে। এরপরই নড়েচড়ে বসেছেন ভবানী ভবনের গোয়েন্দারা। এই মর্মে গোয়েন্দারা হেল্পলাইন নম্বর চালু করেছে সঙ্গে নাগরিকদের সতর্ক থাকার আবেদনও করেছেন। এমন ফোন নম্বরে থেকে ফোন এলে সঙ্গে সঙ্গে তাদের হেল্পলাইন নম্বরে জানাতে বলা হয়েছে।
হেল্পলাইন নম্বরগুলি হল ১৪৪০৭, ৭৯৮০১২৪৪৮৭, ০৩৩-২৪৪৯০২৫

আরও পড়ুন-পাওয়ারের গতিবিধিতে বিভ্রান্ত শিবসেনা, বাড়ছে ক্ষোভ

 

Previous articleমমতার সতর্কবাণীর পাল্টা ওয়েসির টুইট
Next articleশত্রু নিকেশ করতে সেনাদের জন্য ‘আয়রন ম্যান’ স্যুট বানালেন এক যুবক