Friday, November 14, 2025

মহারাষ্ট্রে জোট সরকার তৈরির নামে শিবসেনাকে কার্যত ল্যাজে খেলাচ্ছেন দেশের অন্যতম ধুরন্ধর রাজনীতিক বলে পরিচিত শারদ পাওয়ার। তিনি কি আদৌ মহারাষ্ট্রে অবিজেপি সরকার গঠনে আগ্রহী নাকি বিজেপিরই কোনও বার্তা অনুযায়ী পদক্ষেপ করছেন, সে প্রশ্ন ইতিমধ্যেই উঠে গিয়েছে। এনসিপি রাজ্য স্তরের নেতারা যখন বলছেন জোট প্রায় চূড়ান্ত তখন জোট সংক্রান্ত প্রশ্নে কার্যত আকাশ থেকে পড়ে পাওয়ার বলছেন, “তাই নাকি”? কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি শুরু থেকেই শিবসেনা-সঙ্গ নিয়ে অরাজি ছিলেন। মহারাষ্ট্রের বিধায়কদের চাপে পড়ে আলোচনা চালালেও কিছুই চূড়ান্ত হয়নি। এমনকী সোনিয়ার সঙ্গে বৈঠকেও পাওয়ার মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বাড়তি তৎপরতা দেখাননি বলেই খবর। বরং সোনিয়ার সঙ্গে দিল্লিতে বৈঠকের পর বলেছেন, এখনও অনেক আলোচনা বাকি।

এই পরিস্থিতিতে বিভ্রান্তি তৈরি হয়েছে শিবসেনার অন্দরে, সরকার গঠনে যাদের আগ্রহ সবচেয়ে বেশি। ইতিমধ্যেই কয়েকজন সাংসদ-বিধায়ক বলতে শুরু করেছেন, সব ছেড়েছুড়ে কী লাভ হল? এর চেয়ে বিজেপির সঙ্গে থাকাই তো ভাল ছিল! শিবসেনার লোকসভার এক সাংসদ বলেছেন, এখন শিবসেনার উচিত একলা চলার সিদ্ধান্ত নেওয়া। কারণ এনসিপি, কংগ্রেসের সঙ্গে আমাদের মতাদর্শগত মিল নেই। চাপে পড়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে দলের নেতাদের নির্দেশ দিয়েছেন বিজেপি সম্পর্কে প্রকাশ্যে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন-সন্ধ্যার শিশিরে ইডেনে অসুবিধা হবে না : সৌরভ

 

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version