Monday, August 25, 2025

মমতার সতর্কবাণীর পাল্টা ওয়েসির টুইট

Date:

Share post:

কোচবিহারের কর্মিসভায় নাম না করে মিম নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, মিম অর্থাৎ আসাদউদ্দিন ওয়েসির দল মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলিমিন নিয়ে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল নেত্রী। একদিনের মধ্যেই তার জবাব দিলেন হায়দরাবাদের সাংসদ ওয়েসি।

কোচবিহারের কর্মিসভায় নাম না করে তৃণমূল নেত্রী অভিযোগ করেন, ওরা বিজেপির কাছে টাকা নেয়। সংখ্যালঘুরা ভুল করবেন না। ওদের বাড়ি হায়দরবাদে। এখানে নয়। এর জবাবে, মঙ্গলবার, নিজের টুইটার হ্যান্ডেলে ওয়েসি লেখেন, মানবসম্পদ উন্নয়নের তথ্য অনুযায়ী বাংলার মুসলমানদের অবস্থা সবচেয়ে খারাপ, এটা বলা কোনও ধর্মীয় উগ্রতা নয়।

রাজ্যের সীমানা লাগোয়া বিহারের কিষাণগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জিতেছে মিম। এরপরেই ওয়েসির ছবি সহ তাদের দলীয় পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছিল কোচবিহার শহর। রাজ্যে তৃণমূলের নির্ভরযোগ্য ভোট ব্যাঙ্ক সংখ্যালঘুরাই। এনআরসি নিয়েই তাঁদের পাশে শাসকদল। কিন্তু এই পরিস্থিতিতে যদি মিম-র মতো কট্টর মুসলিম সংগঠন বাংলাকে টার্গেট করে, তা তৃণমূল নেত্রীর কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সূত্রের খবর, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদে ইতিমধ্যেই গোপনে সংগঠন মজবুত করার কাজ শুরু করে দিয়েছে মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলিমিন। তবে, কোচবিহারে একদম এগিয়ে প্রকাশ্যে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে তারা। এ বিষয়ে দলের কোর গ্রুপের বৈঠকে নেতাদের সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে উত্তরবঙ্গে ধাক্কা খেয়েছে শাসকদল। সেখানে থাবা বসিয়েছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে বিপরীত মেরুর কোনও উগ্র ধর্মীয় সংগঠন জনমত গঠন করতে পারে বলে আশঙ্কা অনেকেরই। সেই কারণেই মিম-র উপস্থিতি চিন্তা বাড়াচ্ছে শাসকদলের। উপনির্বাচনে কৌশলগত জোট করে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসাতে চাইছে বাম-কংগ্রেস। তবে, দলীয় কর্মীদের যতই এবিষয়ে সতর্ক করুন তৃণমূল নেত্রী, তিনিও যে জমি ছাড়ছেন না তা স্পষ্ট করে দিয়েছেন ওয়েসি।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর কনভয় আটকে পাট্টার দাবি, সমাধানের আশ্বাস মমতার

 

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...