মুখ্যমন্ত্রীর কনভয় আটকে পাট্টার দাবি, সমাধানের আশ্বাস মমতার

কোচবিহার সফর সেরে গঙ্গারামপুরে যাওয়ার পথে পাট্টার দাবিতে মুখ্যমন্ত্রীর কনভয় আটকালেন স্থানীয়রা। সুনতি রোডে মুখ্যমন্ত্রীর কনভয়কে আটকে দেন কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, ১৯৭৪-৭৫ সাল থেকে ওই এলাকায় বসবাস করছে ৫৯টি পরিবার। কিন্তু তাদের কোনও মালিকাধীন জায়গা নেই। এর আগে একাধিকবার দাবি জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। সেই কারণে, মঙ্গলবার, মুখ্যমন্ত্রীর কনভয় হেলিপ্যাডের দিকে যাওয়ার পথে আটকে দেন বাসিন্দারা। মুখ্যমন্ত্রী গাড়ি দাঁড় করিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। তাঁদের পাট্টা করে দেওয়ার আশ্বাস দেন। বাসিন্দাদের তরফে, একটি চিঠি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে।

Previous articleকোন তারকাদের সংবর্ধনা দেবে বিসিসিআই, জানেন কী?
Next articleসন্ধ্যার শিশিরে ইডেনে অসুবিধা হবে না : সৌরভ