সন্ধ্যার শিশিরে ইডেনে অসুবিধা হবে না : সৌরভ

ইডেনের ডিউ ফ্যাক্টর অর্থাৎ শিশির,খুব একটা অসুবিধা তৈরি করবে না বলে ধারণা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। আইপিএলের ম্যাচ শুরু হয় রাত আটটা নাগাদ। সেই খেলায় শিশির থাকলেও বিরাট কিছু সমস্যা তৈরি করে না। আর পিঙ্ক টেস্ট দুপুর একটায় শুরু হয়ে শেষ হবে রাত আটটায়। ফলে শিশিরে বলের গ্রিপের অসুবিধা হওয়ার কথা নয়। তবু কোনও কারণে অতিরিক্ত শিশিরের কথা মাথায় রেখে মোটা দড়ির ব্যবস্থা থাকছে। ড্রিঙ্কস ব্রেক, লাঞ্চ, টি-ব্রেকের সময় দড়ি দিয়ে টেনে মাঠের শিশির শুষে নেওয়ার ব্যবস্থা করেছেন সিএবির গ্রাউন্ডসম্যানরা। তাঁদের আশা, বোলারদের মোটেই পিঙ্ক বলে গ্রিপ নিতে খুব একটা অসুবিধা হবে না।

আরও পড়ুন-কোন তারকাদের সংবর্ধনা দেবে বিসিসিআই, জানেন কী?

 

Previous articleমুখ্যমন্ত্রীর কনভয় আটকে পাট্টার দাবি, সমাধানের আশ্বাস মমতার
Next articleপাওয়ারের গতিবিধিতে বিভ্রান্ত শিবসেনা, বাড়ছে ক্ষোভ