হঠাৎ ২ ডিগ্রি কমে শীত-শীত ভাব মহানগরীতে

শীতের আমেজ থেকে এবার শীত-শীত ভাব। বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে পারদ নামল একলাফে ২ডিগ্রি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াল ১৮.১ডিগ্রিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস নভেম্বরের শেষ দিকে ঠান্ডার আমেজ পাওয়া যাবে।

জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশ ব্যাপক তুষারপাতের দরুণ উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়া ঢুকেছে রাজ্যে। আর তার ফলেই ধীরে ধীরে পারদ নামছে। ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা দাঁড়িয়েছে ১৪ডিগ্রির আশপাশে। এসব এলাকায় পুরোপুরি শীতের আমেজ। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, বুধবারও জম্মু-কাশ্মীরে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রা আগামী ২৪ঘণ্টায় আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে। উত্তরে দার্জিলিং, কালিম্পং ও সিকিমে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া গোটা বাংলা থাকবে বৃষ্টিহীন।

Previous articleলস্করের টার্গেট, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে কলকাতায় বিরাট
Next articleদিন-রাতের টেস্ট কেন গোলাপি বলে হয়, জানেন কি?