গোলাপি টেস্টের আগে বারুইপুরে বিরাট! ভারত অধিনায়ক এলেন, দেখলেন, জয় করলেন

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপর ইতিহাসের সাক্ষী হতে চলেছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন। দিনরাতের গোলাপি টেস্টে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এই প্রথম ভারতের মাটিতে গোলাপি বলে কোনও দিনরাতের টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে। তাই এই ম্যাচকে কেন্দ্র করে উৎসাহ তুঙ্গে। ঠিক তার আগেই বুধবার দক্ষিণ শহরতলির বারুইপুরে ঘুরে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

ক্রিকেটের বাইরে একেবারে অন্য মেজাজে দেখা গেল কোহলিকে। এদিন বাইরুপুরের একটি হোমে এসেছিলেন ভারত অধিনায়ক। সেখানেই বেশ কিছুক্ষণ হোমের আবাসিকদের সঙ্গে সময় কাটালেন তিনি। বাচ্ছাদের সঙ্গেও খোশমেজাজে গল্প জুড়ে দেন। সকলের নাম জানতে চান। তাদের হাতে মিষ্টির প্যাকেট ও কিছু খাবার তুলে দেন কিং কোহলি। তাঁকে সামনে পেয়ে আবাসিকরাও আপ্লুত। কোহলিও সকলের সঙ্গে মিশে গিয়ে তাদের মন জয় করেন। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর কলকাতায় টিম হোটেল ফিরে যান বিরাট।

ভারত অধিনায়কের আকস্মিক এই আসার খবরে স্বাভাবিক ভাবেই ওই হোম সংলগ্ন অঞ্চলে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। তাঁকে একবার সামনে থেকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। ভারত অধিনায়ক বারুইপুর আসায় খুশি এলাকাবাসী।

আরও পড়ুন-ঐতিহাসিক পিঙ্ক টেস্ট খেলা হচ্ছে না বাংলাদেশের সাইফের

 

Previous articleঐতিহাসিক পিঙ্ক টেস্ট খেলা হচ্ছে না বাংলাদেশের সাইফের
Next articleফিতে কেটে ব্রিজের উদ্বোধন সাবিত্রীর