ঐতিহাসিক পিঙ্ক টেস্ট খেলা হচ্ছে না বাংলাদেশের সাইফের

গোলাপি টেস্টের আগেই বাংলাদেশ টেস্ট দল থেকে ছিটকে গেলেন ওপেনার সাইফ হাসান। এদিন ইডেনে প্র্যাকটিসের সময় দেখা যায় তাঁর আঙুলে চোট রয়েছে। ইডেন টেস্টেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার কথা ছিল। আগের টেস্টে রিজার্ভে ছিলেন হাসান। বাংলাদেশের দুই ওপেনার সাদমান ও ইমরুল প্রথম টেস্টে ব্যর্থ হওয়ার পর সাইফকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্য তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ দিল না। ইন্দোর টেস্টে বিকল্প হিসেবে ফিল্ডিং করতে নেমেছিলেন সাইফ। চেতেশ্বর পূজারার ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পান। তারপর বিশ্রামে ছিলেন। অনুশীলন করেননি। কিন্তু কলকাতায় আসার পর দেখা যায় এখনও চোট সারেনি। তাই ঐতিহাসিক টেস্ট খেলা হচ্ছে না সাইফের। তাঁর বিকল্প কে হবেন? বাংলাদেশে এখনও সিদ্ধান্ত নেয়নি।

আরও পড়ুন-গোলাপি বিপ্লবে শামির পরিকল্পনা কী, তা জেনে নিন

 

Previous article‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এর খবরের জেরে বাংলা-বিদ্বেষী বিজ্ঞপ্তি প্রত্যাহার
Next articleগোলাপি টেস্টের আগে বারুইপুরে বিরাট! ভারত অধিনায়ক এলেন, দেখলেন, জয় করলেন