ফিতে কেটে ব্রিজের উদ্বোধন সাবিত্রীর

0
3

মালদহের দুর্গা কিঙ্কর সদনে প্রশাসনিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ভূতনি ব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর ঠিক সেই সময়ই ফিতে কেটে ভূতনি ব্রিজের উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য সাবিত্রী মিত্র। সাবিত্রী মিত্রের দাবি, মুখ্যমন্ত্রীর সময় মিলিয়েই ভূতনি ব্রিজে  উপস্থিত থেকে মানিকচকের সাধারণ মানুষকে নিয়ে উদ্বোধন করার সরকারিভাবে নির্দেশ পান তিনি। সেই মতো ফিতে কেটে ফলক উন্মোচন করেন তিনি। তিনি জানান, তাঁর স্বপ্ন সফল হয়েছে। বারবার ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে। নবনির্মিত ভূতনি ব্রিজের পাশেই মঞ্চ করে উদ্বোধন হয়। আতশবাজির রোশনাইয়ে সেজে ওঠে এলাকা।

আরও পড়ুন-করিমপুরে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে হেনস্থার শিকার দুই অভিনেত্রী