করিমপুরে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে হেনস্থার শিকার দুই অভিনেত্রী

0
4

আগামী ২৫ নভেম্বর করিমপুর উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয় হতে চলেছে যুযুধান দুই পক্ষ তৃণমূল এবং বিজেপির মধ্যে। সেয়ানে-সেয়ানে লড়াই হলেও ইস্যুভিত্তিক প্রচারে রাজ্যের শাসক দলকে বেশকিছুটা পিছনে ফেলেছে গেরুয়া শিবির। আর বিজেপির সেই প্রচারে ঝাঁজ বাড়াতে দলীয় প্রার্থী জয়প্রকাশ মজুমদারের হয়ে প্রচারে এসেছিলেন অভিনেত্রী রিমঝিম মিত্র ও রূপাঞ্জনা মিত্র। মাসকয়েক আগেই টলিউডের এই দুই অভিনেত্রী বিজেপিতে যোগদান করেছিলেন।

এবার বিজেপি রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের হয়ে করিমপুরের বিভিন্ন এলাকায় প্রচারে যান তাঁরা। আর সেখানেই হেনস্থার শিকার হলেন দুই অভিনেত্রী। রাতের অন্ধকারে তৃণমূলের লোকজন হেনস্থা করেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তাঁরা।

রূপাঞ্জনা জানান, প্রচারের সময় একদল লোক হঠাৎ করে তাঁদের দিকে এগিয়ে আসে। এরপর কিছু বুঝে ওঠার আগেই তাঁদের উপর হামলা করা হয় বলে অভিযোগ করেন অভিনেত্রী। এমনকি তাঁদের গায়ে হাত দেওয়া হয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন রিমঝিম ও রূপাঞ্জনা।

হামলাকারীরা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ আনা হয়েছে বিজেপির পক্ষ থেকে। ঘটনার পরই স্থানীয় থানায় সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা।

এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার বলেন, “এখানে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে লড়ার ক্ষমতা নেই তৃণমূলের। তাই নিশ্চিত হার বুঝেই রাতের অন্ধকারে হামলা চালাচ্ছে। করিমপুরের মানুষ ইভিএমে এর জবাব দেবে।”

দেখুন কী বললেন অভিনেত্রীরা…

আরও পড়ুন-সাবিত্রী-কৃষ্ণেন্দু কোথায়? মুখ্যমন্ত্রীর জেলা সফরে দুই নেতাকে নিয়ে জল্পনা