ডেঙ্গু দমনে শ্রীরামপুরে উড়ল ড্রোন, বিক্ষোভ বিজেপির

রাজ্য জুড়ে ডেঙ্গির থাবা। রুখতে নাজেহাল প্রশাসন। সরকারকে কাঠ গড়ায় তুলছে বিরোধীরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার, সকালে একটু অন্য ছবি শ্রীরামপুরে। মাহেশের ২৪ নম্বর সহ বিভিন্ন ওয়ার্ডে এডিস মশার লার্ভার অনুসন্ধানে ওড়ানো হল ড্রোন। যুদ্ধকালীন পরিস্থিতি ডেঙ্গু দমনে কামান দাগাও হয়। উপস্থিত ছিলেন পুরপ্রধান সহ কাউন্সিলররা।

১৯ তারিখে শ্রীরামপুরে ডেঙ্গিতে মৃত্যু হয় পাঁচ বছরের এক শিশুর। প্রায় মাস দুয়েক ধরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি অনেক। বুধবার, বিকেলে জেলাশাসক ওয়াই রত্নাকর শ্রীরামপুরে বিভিন্ন প্রশাসনিক কর্তাদের সঙ্গে ডেঙ্গু সংক্রান্ত একটি জরুরি বৈঠক করেন। ডেঙ্গু দমনে ড্রোন ব্যবহার, কামান দাগা ও মাইকের মাধ্যমে প্রচার করার কথা বলেন তিনি।

একদিকে যখন ডেঙ্গু দমনে পথে নামেন পুর প্রতিনিধিরা। তখন শ্রীরামপুর পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। রাস্তায় রীতিমতো মশারি খাটিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্বে। সব মিলিয়ে
মশা দমনে সাতসকালে সরগরম শ্রীরামপুর।

আরও পড়ুন-গড়িয়াহাটের মোড়ে দাবা খেললেন দুই বিশ্বসেরা

Previous articleগড়িয়াহাটের মোড়ে দাবা খেললেন দুই বিশ্বসেরা
Next articleভুল তথ্য দিয়ে তেলেঙ্গানার বিধায়ক ভারতের নাগরিকত্বই হারালেন