অভিন্ন কর্মসূচিতে “ধর্মনিরপেক্ষতা” ঢোকাতে চায় কংগ্রেস, আপত্তি শিবসেনার

মহারাষ্ট্রে তিন বিপরীতমুখী চিন্তাধারার দলের জোট সরকার তৈরি হলেও কদিন টিঁকবে তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠছে। সূত্রের খবর, বিজেপির চেয়েও বেশি কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনার সঙ্গে জোটে সায় ছিল না কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। তবু রাজ্যের নেতা-বিধায়কদের চাপ ও শারদ পাওয়ারের কৌশলের সামনে তিনি মতবদল করে জোটে সবুজ সংকেত দিয়েছেন। কিন্তু কংগ্রেসের শর্ত, সরকার তৈরির আগে তিন দলের অভিন্ন ন্যূনতম কর্মসূচি চূড়ান্ত করতে হবে।

এবার গোল বেধেছে কর্মসূচির অভিমুখ নিয়ে। কংগ্রেস চায়, হিন্দুত্ববাদী শিবসেনার সঙ্গে জোট করলে যাতে কোনও বিভ্রান্তি তৈরি না হয় সেজন্য কর্মসূচিতে “ধর্মনিরপেক্ষতা” শব্দ যোগ করে জোটের ধর্মনিরপেক্ষ অবস্থান স্পষ্ট করতে। আর এতেই তীব্র আপত্তি শিবসেনার। স্বঘোষিত হিন্দুত্ববাদী দল শিবসেনা ধর্মনিরপেক্ষতা শব্দে কড়া আপত্তি জানিয়েছে। এই চাপানউতোরের পর আপাতত ঠিক হয়েছে, ভারসাম্য রাখতে বলা হবে সংবিধান মেনে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তিন দল।

আরও পড়ুন-২০৫০ সালের মধ্যে সমুদ্র গর্ভে তলিয়ে যাবে সাধের কলকাতা

 

Previous article২০৫০ সালের মধ্যে সমুদ্র গর্ভে তলিয়ে যাবে সাধের কলকাতা
Next articleজম্মু-কাশ্মীরে নিষেধাজ্ঞা নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে হবে, সাফ জানাল সুপ্রিম কোর্ট