অবশেষে ৩টি রাফাল যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার হাতে

সব বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে তিনটি রাফাল যুদ্ধবিমান হাতে পেলো ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার বেশ কয়েকজন যুদ্ধবিমানচালক এখন ফ্রান্সে রাফাল চালানোর প্রশিক্ষন নিচ্ছেন। ইণ্ডিয়ান এয়ারফোর্সের কয়েকজন প্রযুক্তিবিদও একইসঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন। ফ্রান্সের কাছ থেকে ভারত মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে।এ জন্য খরচ হবে প্রায় ৫৯ হাজার কোটি টাকা।

Previous articleভিক্টোরিয়া চত্বর থেকে বড়লাটদের মূর্তি সরাতে চায় কেন্দ্র
Next articleবিলগ্নীকরণ : অর্থনীতিবিদরা বলছেন, সরকার কিন্তু ব্যবসাদার নয়!