আজই ছাড়া পাচ্ছেন মির্জা

অন্তর্বর্তীকালীন জামিন মিলেছে বুধবারই। বৃহস্পতিবার, প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ছাড়া পাওয়ার কথা প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জার। বুধবার, ব্যাঙ্কশাল কোর্টের সিবিআইয়ের বিশেষ আদালত তাঁর জামিন মঞ্জুর করে। প্রায় ৫৬ দিনের মাথায় তিনি জামিন পেলেন।

২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে নারদের স্ট্রিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসে। তার প্রেক্ষিতে মামলা হয়। গত ২৬ নভেম্বর নারদকাণ্ডে অভিযুক্ত হিসেবে সর্বপ্রথম গ্রেফতার করা হয় মালদার এই প্রাক্তন পুলিশ সুপারকে। যদিও মির্জার দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে। গ্রেফতার হওয়ার ৫৬দিন বাদে জামিন পেলেন মির্জা।

Previous articleঋদ্ধিকে নিয়ে প্রশ্নের বাউন্সারের মুখে বিরাট কোহলি
Next articleসরকারি অফিসারকে তৃণমূল নেতার থাপ্পড়!