নজিরবিহীন! দশ ব্যাটসম্যানই আউট শূন্য রানে!

এক কথায় বিরল, নজিরবিহীন। মুম্বাইয়ের অনুর্ধ১৬ হ্যারিস শিল্ডে ১০জন ব্যাটসম্যান আউট হলেন শূন্য রানে। সর্বকালীন রেকর্ড।

আন্ধেরি ওয়েলফেয়ার সেন্টার স্কুলের বিরুদ্ধে খেলা ছিল স্বামী বিবেকানন্দ স্কুলের। প্রথমে ব্যাট করে স্বামী বিবেকানন্দ স্কুল ৭৬১ রান তোলে। পাল্টা ওয়েলফেয়ার সেন্টার স্কুলের সকলে আউট হয়ে যায় ৭ রানে। ৭৫৪ রানে জেতে স্বামী বিবেকানন্দ স্কুল। একজন ব্যাটসম্যানও রানের খাতা খুলতে পারেনি। ৭ রান হয়েছে সেটিও স্বামী বিবেকানন্দ স্কুলের বোলারদের দান। এই অতিরিক্ত ৭রান আসে ওয়াইড আর নো বল থেকে। স্বামী বিবেকানন্দ স্কুলের সর্বোচ্চ রান করে মিত মায়েকর। তার ১৩৪ বলে ৩৩৮ রানের অপরাজিত ইনিংসে ৭টি ছয় আর 56টি চার ছিল।

আরও পড়ুন-তিনদিনে লেখা হবে গোলাপি টেস্টের ইতিহাস? শুনে হেসে ফেললেন বাংলাদেশ অধিনায়ক

 

Previous articleতিনদিনে লেখা হবে গোলাপি টেস্টের ইতিহাস? শুনে হেসে ফেললেন বাংলাদেশ অধিনায়ক
Next articleএকনজরে খড়্গপুর সদরের উপনির্বাচন