Friday, November 14, 2025

বেনজির, অবিশ্বাস্যও বটে৷

গড়িয়াহাট মোড়ের সেই বিখ্যাত ‘চেজ-জোন’-এ বিশ্বের ৩ নম্বর দিং লিরেন এবং ২১ নম্বর হিকারু নাকামুরা মুখোমুখি৷ পাশে দাঁড়িয়ে ভারতীয় গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া এবং দেশের উওম্যান গ্র্যান্ডমাস্টার বা WGM তানিয়া সচদেব৷

গল্প নয়, একদম সত্যি৷ গড়িয়াহাট মোড়ের দক্ষিণ প্রান্তে ফ্লাইওভারের নীচে এমন ছবিই দেখা গেলো বুধবার বিকেলে৷ এদের দেখতে পথচলতি মানুষের জটলা৷ বিশ্বের সেরা দুই দাবাড়ু হলেও তেমন পরিচিত মুখ নয়৷ তাই ওদের দিকে কৌতূহলী নজর৷ অন্য দিন যে দুটি আসনে বসে উঠতি দাবাড়ুরা দাবা খেলেন, এদিন সেখানে বিশ্বের ৩ নম্বর দিং লিরেন এবং ২১ নম্বর হিকারু নাকামুরা৷

আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে টাটা স্টিল দাবা৷ সেখানেই খেলতে এসেছেন লিরেন, নাকামুরা। তার ফাঁকেই বুধ-বিকেলে দিব্যেন্দু বড়ুয়া তাঁদের নিয়ে যান গড়িয়াহাট ফ্লাই ওভারের নীচের চেস ক্লাবে। সেখানে লাজুক স্বভাবের লিরেনের প্রায় কথা বন্ধ। তাও ফিসফিস করেই বলছিলেন, “এই রকম আবহ বিশ্বের কোথাও দেখিনি। এত আওয়াজের মধ্যে কী করে দাবা খেলে, বুঝতে পারছি না।”

ওদিকে জাপানি বংশোদ্ভুত- আমেরিকান নাকামুরা যেন ঘরের ছেলে। লিরেন যেখানে কালো শ্যুট পরে, সেখানে নাকামুরা ক্যাজুয়াল টি-শার্ট, জিনসে৷ গতবার কলকাতার এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন নাকামুরা। তিনি বলেন, “রাস্তায় এই ভাবে যে দাবা খেলা হয় গতবার শুনেছিলাম। কিন্তু দেখা হয়নি। এ বার দেখলাম। এ রকম কোথাও দেখিনি।”

টুর্নামেন্ট নিয়ে নাকামুরার মন্তব্য, ‘এই টুর্নামেন্ট বেশ কঠিন।’ লিরেনের মত, ‘এখানে আমার লক্ষ্য টপ থ্রি-তে থাকা।’ সেপ্টেম্বরে ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে সিঙ্কফিল্ড কাপ জিতেছিলেন। সেই প্রসঙ্গ উঠতে লজ্জিত মুখে লিরেনের মন্তব্য, ‘ওই টুর্নামেন্টে ভালো ফর্মে ছিলাম। এখানে টুর্নামেন্ট বেশ কঠিন।’ আর পথচলতিরা যখন বুঝলেন এরাই এখন দাবার ‘রাজা-মন্ত্রী’, তখন তাদের উৎসাহও ছিলো চোখে পড়ার মতো৷

আরও পড়ুন-রোজভ্যালি কাণ্ডে গৌতম কুন্ডুর স্ত্রীর ফ্ল্যাটে তল্লাশি

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version