ইডেনের গ্রিন টপে আগুন ঝরাচ্ছেন উমেশরা, ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

খালি হাতে সাজঘরের পথে বাংলাদেশ অধিনায়ক মমিনুল

ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক দিনরাতের গোলাপি টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয় করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই দলের ইতিহাসে এটাই প্রথম দিনরাতের টেস্ট।

ব্যাট করতে নেমে ইন্দোর টেস্টের মতো ইডেনেও বাংলাদেশি সমর্থকদের হতাশ করেন ইমরুল কায়েস। মাত্র ৪ রান করে ইশান্ত শর্মার বলে এলবিডব্লুর হয়ে সাজঘরের পথ ধরেন বাংলাদেশি ওপেনার। ওই ওভারের প্রথম বলে রিভিউ নিয়ে বেঁচেও যান তিনি। এলবিডব্লুর সিদ্ধান্তে রিভিউ নিলেও ভুল প্রমাণিত হন কায়েস।

মুমিনুল হক ও সাদমানের জুটিও বেশিক্ষণ টেকেনি। ৭ বল খেলা মুমিনুল রানের খাতা খোলার আগেই উমেশের যাদবের শিকার হন। স্লিপে তাঁর দুর্দান্ত ক্যাচ নেন রোহিত শর্মা। মহম্মদ মিঠুন এসে উইকেটে স্থায়ী হয়েছেন মাত্র ২ বল। উমেশের দুরন্ত ডেলিভারিতে বোল্ড হন মিঠুন (০)। এরপর মুশফিকুর রহিমকেও শূন্য হাতে ফিরিয়ে দেন মহম্মদ সামি। অপর ওপেনার সাদমান ইসলাম কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও, উমেশর আগুনে বোলিংয়ে ২৮ রান করে ঋদ্ধিমান-এর হাতে ধরা পড়েন তিনি।

মমিনুলের দুরন্ত ক্যাচ তালুবন্দি করলেন রোহিত

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সব মিলিয়ে ৫ উইকেটে ৫৩ রান তুলে ধুঁকছে বাংলাদেশ। ব্যাট করছেন মেহেমুদুল্লা (৫) ও লিটন দাস (৯)।

প্রথমে ব্যাট করে বাংলাদেশের এই বিপর্যয়ের কারণ হিসেবে মনে করা হচ্ছে ইডেনের উইকেটে প্রচুর ঘাস। যার ফলে পেসাররা শুরুতে বাড়তি সুবিধা পাচ্ছেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে সময় যত গড়াবে উইকেট তত ব্যাটিং সহায়ক হবে বলেই মনে করছেন তাঁরা।

আরও পড়ুন-আসছে পৌষ পার্বণ, মাটির সরায় মন মৃৎশিল্পীদের