Sunday, November 16, 2025

ভারতীয় রাজনীতির এই মুহূর্তের সবচেয়ে অনিশ্চিত অধ্যায় হল মহারাষ্ট্রের সরকার গঠন। অতি বড় রাজনীতির বোদ্ধাও বোধহয় এই নিয়ে ভবিষ্যৎবাণী করতে ভাববেন। এই পরিস্থিতিতে ফের ত্রিদলীয় জোটে সরকারের গঠনের সম্ভাববনা দেখা দিয়েছে। আর তা সম্ভবত হতে পারে শুক্রবারই। সরকার গঠনে বদ্ধপরিকর শিবসেনা মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার, গভীররাতে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে তাঁর মুম্বইয়ের বাড়িতে গিয়ে দেখা করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও তাঁর ছেলে আদিত্য।

তবে, এখানেও একটা ৫০-৫০ ফর্মুলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, সরকার গঠন হলে মুখ্যমন্ত্রী পদে বসবেন উদ্ধব ঠাকরে। সেক্ষেত্রে তার মেয়াদ আগামী ৫ বছর নাও থাকতে পারে। আড়াই বছর পরে এনসিপি-কে পদ ছেড়ে দিতে পারে তারা। একইসঙ্গে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের নেতৃত্বও দিতে পারেন শিবসেনা প্রধান। এই জোটকে মহারাষ্ট্র বিকাশ আন্দোলন বা উন্নয়ন ফ্রন্ট নাম দেওয়া হতে পারে বলেও শিবসেনা সূত্রে খবর। নতুন জোটে কৃষি উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও ভর্তুকিযুক্ত খাদ্য পরিকল্পনার উপর জোর দেওয়া হবে।
বৃহস্পতিবার, মুম্বইয়ে শিবাসেনা-এনসিপি বৈঠকের পাশাপাশি দিল্লিতে কংগ্রেস ও এনসিপির মধ্যে ন্যূনতম অভিন্ন কর্মসূচি নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে জানানো হয়, ওই কর্মসূচি নিয়ে শুক্রবার, মুম্বইয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক। বৈঠক ইতিবাচক হলে এদিনই সরকার গড়ার বিষয়ে চূড়ান্ত ঘোষণা করবে তিন দল। সেনা ও এনসিপির সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক চললে রবি বা সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানও হবে।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version