Friday, November 14, 2025

ভারতীয় রাজনীতির এই মুহূর্তের সবচেয়ে অনিশ্চিত অধ্যায় হল মহারাষ্ট্রের সরকার গঠন। অতি বড় রাজনীতির বোদ্ধাও বোধহয় এই নিয়ে ভবিষ্যৎবাণী করতে ভাববেন। এই পরিস্থিতিতে ফের ত্রিদলীয় জোটে সরকারের গঠনের সম্ভাববনা দেখা দিয়েছে। আর তা সম্ভবত হতে পারে শুক্রবারই। সরকার গঠনে বদ্ধপরিকর শিবসেনা মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার, গভীররাতে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে তাঁর মুম্বইয়ের বাড়িতে গিয়ে দেখা করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও তাঁর ছেলে আদিত্য।

তবে, এখানেও একটা ৫০-৫০ ফর্মুলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, সরকার গঠন হলে মুখ্যমন্ত্রী পদে বসবেন উদ্ধব ঠাকরে। সেক্ষেত্রে তার মেয়াদ আগামী ৫ বছর নাও থাকতে পারে। আড়াই বছর পরে এনসিপি-কে পদ ছেড়ে দিতে পারে তারা। একইসঙ্গে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের নেতৃত্বও দিতে পারেন শিবসেনা প্রধান। এই জোটকে মহারাষ্ট্র বিকাশ আন্দোলন বা উন্নয়ন ফ্রন্ট নাম দেওয়া হতে পারে বলেও শিবসেনা সূত্রে খবর। নতুন জোটে কৃষি উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও ভর্তুকিযুক্ত খাদ্য পরিকল্পনার উপর জোর দেওয়া হবে।
বৃহস্পতিবার, মুম্বইয়ে শিবাসেনা-এনসিপি বৈঠকের পাশাপাশি দিল্লিতে কংগ্রেস ও এনসিপির মধ্যে ন্যূনতম অভিন্ন কর্মসূচি নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে জানানো হয়, ওই কর্মসূচি নিয়ে শুক্রবার, মুম্বইয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক। বৈঠক ইতিবাচক হলে এদিনই সরকার গড়ার বিষয়ে চূড়ান্ত ঘোষণা করবে তিন দল। সেনা ও এনসিপির সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক চললে রবি বা সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানও হবে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version