ফড়নবিশের শপথ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে তিন দল

মহারাষ্ট্র-কান্ড এবার সুপ্রিম কোর্টে পৌঁছল। কংগ্রেস, শিবসেনা ও এনসিপি তিন দলের পক্ষ থেকে মহারাষ্ট্র পরিস্থিতিতে হস্তক্ষেপ চেয়ে সর্বোচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করা হয়েছে। তিন দলের দাবি, রাজ্যপাল একতরফা সিদ্ধান্ত নিয়েছেন। দেবেন্দ্র ফড়নবিশের শপথ সংক্রান্ত রাজ্যপালের নির্দেশটি খারিজ করা হোক। আবেদনকারীরা দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন। তবে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে বর্তমানে দিল্লির বাইরে আছেন। তাই পরবর্তী প্রবীণ বিচারপতি শুনানির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।