গ্যালারিতে বসেই রমরমিয়ে চলছিল বেটিং, তারপর যা হলো ইডেনে

ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে চলছে ঐতিহাসিক দিনরাতের গোলাপি টেস্ট। যা নিয়ে তিললোত্তমায় উন্মাদনা তুঙ্গে। কিন্তু এরই মধ্যে বেটিংয়ের কালো ছায়া। এবং সেটা ইডেনে বসেই।

ইডেনে টেস্ট চলাকালীন গ্যালারিতে বসেই অতিসন্তর্পনে চলছিল বেটিং। গোপন সূত্রে খবর পেয়ে হাতেনাতে ধরল কলকাতা পুলিশ। গ্রেফতার ৫ জন।

জানা গিয়েছে, মাঠে খেলা দেখতে দেখতেই ফোনে লেনদেন করেছিল ৩ বুকি। তাদের মাঠেই পাকড়াও করে কলকাতা পুলিশ ধৃতদের মধ্যে ২ জন মধ্যপ্রদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে। অন্য একজনের বাড়ি রাজস্থানে।

মূল পান্ডার খোঁজেনধৃত ৩ জনকে জেরা করে সদর স্ট্রিটের একটি হোটেলে হানা দেয় পুলিশ। সেখানে ধরা পড়ে আরও ২ জন। ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Previous articleমুলতুবি রইল রাজীব মামলার শুনানি
Next articleব্রেকফাস্ট নিউজ