Monday, August 25, 2025

ক্রিকেটের নন্দনকাননে একদিকে যেখানে ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে গোলাপি বলে দিনরাতের ঐতিহাসিক টেস্ট ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, উইন্ডোজের কর্ণধার নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় সমস্ত কচিকাঁচাদের জন্য সুখবর শোনালেন। আগামী বছর ছোটদের জন্য ক্রিসমাসে আনতে চলেছেন ‘জুনিয়র পন্ডিত’। এখানেই শেষ নয়, ‘জুনিয়র পণ্ডিত’ -এর পাশাপাশি 2021 সালে তারা আনতে চলেছেন ‘জুনিয়র কমরেড’।

আপনাদের সকলের নিশ্চয়ই ভুতু(ব্রত)-চিনি(তিয়াসা)-র কথা মনে আছে, যাদের আমরা ‘হামি’, ‘রামধনু’ -র মতন হিট ছবিতে অভিনয় করতে দেখেছি। এই হিট জুটিকেই আবার আমরা খুনসুটি করতে দেখব ‘জুনিয়র পন্ডিত’ ও ‘জুনিয়র কমরেড’ উভয় ছবিতেই। ‘জুনিয়র পন্ডিত’ ছবিতে ভুতু-চিনির পাশাপাশি গার্গীরায়চৌধুরী, খরাজ মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়কেও অভিনয় করতে আমরা দেখতে পাবো।

 

এখনো চমক শেষ হয়নি, ‘জুনিয়র পন্ডিত’ ছবিতে হামি সিরিজের ব্যানারে প্রথমবার অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অবশ্য তাঁর চরিত্র নিয়ে এখনো কিছু জানা না গেলেও এই ছবিতে যে গুরুত্বপূর্ণ কোন চরিত্রে অভিনয় করবেন তা আর বলার উপায় রাখে না।

একটি ছবি হিট হওয়ার পিছনে যেমন মজবুত অভিনয় খুবই গুরুত্বপূর্ণ ঠিক তেমনি ছবিটির মিউজিকও ততটাই গুরুত্বপূর্ণ। ‘জুনিয়র পন্ডিত’ ছবিতে মিউজিকের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নন্দিতা রায় জানান, ” ‘হামি’, ‘রামধনু’ এই দুই ছবি সাফল্যের পরই তিনি ঠিক করে ফেলেছিলেন কচিকাঁচাদের নিয়ে আবার সিনেমা বানাবেন। তাই জন্যেই  ‘জুনিয়র পণ্ডিত’ ও ‘জুনিয়র কমরেড’ ছবি বানানোর কথা তাঁর মাথায় আসে”। অন্যদিকে, উইন্ডোজের আরেক কান্ডারী শিবপ্রসাদ মুখোপাধ্যায় অনেকটাই আশাবাদী এই দুই ছবি নিয়ে। বাচ্চারা তাঁর মা-বাবাকে নিয়ে আবারো যে হলমুখী হবেন তা শুধু সময়ের অপেক্ষা।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version